Bengoli Poems
সাদা পাতা   সাদা পাতা থেকে শুরু এই জীবন, লেখা হলো কত সম্পর্কের কাহিনী, তবুও খালি থেকে গেলো কিছু সম্পর্কের পাতা, যেটা অতীত হয়ে শুরু হয়েতো ছিল কোনো এক সময়, তবে বর্তমানে সেটা হাড়িয়ে গেছে, শুধু থেকে গেছে ভবিষ্যতের জন্য অজানা পাতা, সেই অজানা পাতাতে নতুন করে শুরু করতে চাই আমি , এক আলাদা কাহিনী , সেই কাহিনীর পাতাতে লেখা হবে নতুন করে এক জীবন।।
0 التعليقات 0 المشاركات 2241 مشاهدة